জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার পরপারে

জার্মানির ১৯৭৪ সালের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার বার্নড হোয়েলজেনবেইন ৭৮ বছর বয়সে মারা গেছেন। তার সাবেক ক্লাব আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে।

ক্লাবটি এক বিবৃতিতে জানায়, সোমবার মৃত্যুর সময় পরিবারকে কাছেই পেয়েছেন হোয়েলজেলবেইন।

দেশের মাটিতে বিশ্বকাপ জয়ী জার্মান স্কোয়াডে থাকা হোয়েলজেলবেইন ফ্রাঙ্কফুর্টের সঙ্গে তিনটি জার্মান কাপ জিতেছেন, এছাড়া ১৯৮০ সালে উয়েফা কাপও। 

১৯৬৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ফ্রাঙ্কফুর্টের হয়ে ৫৩২ ম্যাচে রেকর্ড ২১৫ গোল করেছিলেন হোয়েলজেলবেইন।

ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাক্সেল হেলমান বলেছেন, ‘প্রায় ৬০ বছর ধরে আইন্ত্রাখটে বার্নডে প্রভাব বিমাল। ১৯৭০ এর দশকে সোনালি প্রজন্মের অংশ ছিলেন তিনি, ১৯৮০ তে উয়েফা কাপ জিতেছেন এবং ফুটবল ২০০০ যুগে যখন ক্লাবের সঙ্গে আমরা খেলা শুরু করেছিলাম তখন তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট।’

সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, ‘বার্নড, আমরা শুধু একজন ক্লাবের অন্যতম বড় আইকনকেই হারাচ্ছি না, একজন বিশ্বস্ত সহকর্মী ও প্রিয় বন্ধুকেও হারালাম।’