বার্সার বিদায়ে ক্লাব বিশ্বকাপে অ্যাতলেতিকো 

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনার বিদায়ে ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তারা আগামী বছর এই প্রথমবার ৩২ দল নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টে খেলবে।

চ্যাম্পিয়নস লিগ থেকে ওই দুটি দল বিদায় নিলেও কোয়ার্টার ফাইনালের আগেই র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল কাতালানরা। তারা হেরে যাওয়ায় অ্যাতলেতিকো ২২তম দল হিসেবে ক্লাব বিশ্বকাপে নাম লিখিয়েছে। 

আগামী বছর যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট শুরু হবে ১৫ জুন। চলবে ১৩ জুলাই পর্যন্ত। পরিসর বেড়ে যাওয়া এই টুর্নামেন্ট এখন থেকে প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হবে। আগে সেটা বার্ষিকভাবে হতো। 

ইউরোপ থেকেই আকর্ষণীয় ও মাসব্যাপী হতে যাওয়া টুর্নামেন্টে ১২টি দল অংশ নেবে। এই মৌসুমসহ মোট চার মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী আর এই সময়ে প্রতিযোগিতার সার্বিক ফলাফলের ওপর ভিত্তি করে উঁচু র‌্যাঙ্কিংয়ে থাকা দল তাতে খেলার সুযোগ পাবে। সর্বশেষ তিন চ্যাম্পিয়নস লিগে জয়ী দল হিসেবে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি খেলবে। উঁচু র‌্যাঙ্কধারী হিসেবে খেলবে বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, ডর্টমুন্ড, বেনফিকা, জুভেন্টাস আর অ্যাতলেতিকো।   

ইউরোপ থেকে সর্বশেষ দল হিসেবে খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায় আর্সেনাল অথবা সলসবুর্গ। গানারদের অবশ্য সেক্ষেত্রে চ্যাম্পিয়নস লিগের এই আসরের শিরোপা জিততে হবে। এছাড়া দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে দল অংশ নেবে। ওশেনিয়া মহাদেশ ও স্বাগতিক দেশ মিলিয়ে থাকবে আরও দুটি দল।