স্পেশাল অলিম্পিকস ফুটবলে বাংলাদেশের দাপট

ঢাকায় বুধবার শুরু হয়েছে স্পেশাল অলিম্পিকস দক্ষিণ এশিয়া সেভেন এ সাইড ইউনিফায়েড ফুটবল টুর্নামেন্ট। বসুন্ধরা কিংস অ্যারেনায় লড়ছে বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও হংকং।

প্রথম দিনে গ্রপ পর্বে হয়েছে মোট ৮টি ম্যাচ। এর মধ্যে বাংলাদেশ ছয়টিতে অংশ নিয়ে সবগুলোতে জিতেছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ পুরুষ ‘এ’ দল ৭-০ গোলে হারিয়েছে ভারতকে। এরপর বাংলাদেশ নারী ‘বি’ দল ৭-০ গোলে হংকংকে, বাংলাদেশ নারী ‘এ’ দল ৬-৩ গোলে ভারতকে, বাংলাদেশ পুরুষ ‘বি’ দল ৫-২ গোলে ইন্দোনেশিয়াকে, বাংলাদেশ পুরুষ ‘এ’ দল ৫-০ গোলে মালদ্বীপকে হারানোর পর বাংলাদেশ পুরুষ ‘বি’ দলও ৪-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে।   

এছাড়া হংকং ও ভারতের নারী দলের ম্যাচটি ড্র হয়েছে ৪-৪ গোলে। ইন্দোনেশিয়া পুরুষ ফুটবল দল ৬-২ গোলে হারিয়েছে ভারতকে।

আগামী ১৯ এপ্রিল এই টুর্নামেন্টের ফাইনাল।