শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল

অনিশ্চয়তার দোলাচলে দুলছিল বায়ার্ন মিউনিখে থমাস টুখেলের ভবিষ্যৎ। গত ফেব্রুয়ারিতে ছাড়াছাড়ির খবর রটলেও সম্প্রতি চুক্তির মেয়াদ বাড়ার গুঞ্জন উঠেছিল। এবার সব অনুমান আর গুঞ্জনের ইতি টেনে শুক্রবার টুখেল নিশ্চিত করলেন, থেকে যাওয়ার শর্তে একমত হতে পারেননি। এই মৌসুম শেষে চলে যাচ্ছেন তিনি।

টানা তিন ম্যাচ হেরে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের থেকে বায়ার্ন আট পয়েন্ট পেছনে পড়ার পর টুখেলের সঙ্গে ছাড়াছাড়ির খবর জানা যায়। তবে চ্যাম্পিয়নস লিগে দল ভালো করায় তার উত্তরসূরি নির্বাচনের ব্যাপারে ক্লাবের নীতি নির্ধারকদের মন বদলায়। 

টুখেল নিশ্চিত করেছিলেন, আগামী মৌসুম পর্যন্ত ক্লাবে থাকার ব্যাপারে কথা বলছিলেন তিনি। কিন্তু শনিবার হফেনহেইমের বিপক্ষে ম্যাচের পর বায়ার্নকে বিদায় বলছেন তিনি।

টুখেল সাংবাদিকদের বলেন, ‘ফেব্রুয়ারিতে যে কথা হয়েছিল, সেটাই হতে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম, আপনারা যেমনটা লিখেছিলেন, কিন্তু আমরা শর্তে একমত হতে পারিনি।’

ফেব্রুয়ারিতে ক্লাবের নারাজির আগে টুখেলের চুক্তি ছিল ২০২৫ সাল পর্যন্ত। জার্মান মিডিয়া জানায়, সাবেক চেলসি কোচ থাকতেন, যদি ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হতো।