গোল করার চাপ অনুভব করেননি এমবাপ্পে

নিশ্চয় হাঁপ ছেড়ে বাঁচলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম তিন লা লিগা ম্যাচে গোল পাননি। রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে লিগে গোলখরা কাটালেন জোড়া গোল করে। ২-০ গোলে দলকে জেতানোর পর ফরাসি ফরোয়ার্ড জানালেন, গোল করার জন্য কখনও চাপ অনুভব করেননি তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয়ার্ধে দুই গোল করেন এমবাপ্পে। ফেডেরিকো ভালভার্দের ব্যাক হিল অ্যাসিস্টে প্রথমবার জাল কাঁপান। পরে পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল।

ম্যাচ শেষে এমবাপ্পে জানালেন, গোল নয়, অন্য এক চাপ অনুভূত হয়েছিল তার, ‘আমার চাপ ছিল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমার পুরো ক্যারিয়ারে গোল করেছি, নিশ্চয় গোল করবোও। গোল আসবে। তিন ম্যাচ (গোলহীন) আমার কাছে অনেক কিছু, কিন্তু অসুবিধা নেই। আমার সতীর্থদের আস্থা সঙ্গে আছে।’

গত মাসে উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে গোল করেছিলেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন হয় রিয়াল। কিন্তু লিগের প্রথম তিন ম্যাচে তারা ড্র করেছিল দুইবার। তাদের হতাশা আরও বেড়ে যায় এমবাপ্পের গোলখরায়। অবশেষে আন্তর্জাতিক বিরতির আগে তিনি গোলের দেখা পেলেন।

এমবাপ্পে বললেন, ‘কোনও চাপ নেই, এটা ফুটবল। আমার সামর্থ্য আছে, আমি এখানে এসেছি কিলিয়ান হতে। আমি খুশি, ভালো খেলতে চাই।’