নতুন কোচকে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ দিলেন রোনালদোরা

আল নাসরের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টেফানো পাউলি। যোগ দিয়ে প্রথম ম্যাচে জয়ের স্বাদও পেয়েছেন তিনি। যার পেছনে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর অবদান।  সৌদি প্রো লিগে আল ইত্তিফাককে ৩-০ গোলে হারানোর দিনে প্রথম গোলটি ছিল পর্তুগিজ তারকার। 

সিরি আ’য় ২০২২ সালে এসি মিলানকে শিরোপা জেতানো পাউলি গত বুধবার দায়িত্ব নিয়েছেন। স্থলাভিষিক্ত হয়েছেন লুইস কাস্ত্রোর। পূর্বের কোচের অধীনে মৌসুমের শুরুটা আহামরি না হওয়াতে তার প্রতি সন্তুষ্ট ছিল না ক্লাব কর্তৃপক্ষ। সৌদি প্রো লিগে তিন ম্যাচে জয় ছিল মাত্র একটি। 

অপর দিকে, রোনালদো আল নাসরের সর্বশেষ এএফসি চ্যাম্পিয়নস লিগে আল শর্তার বিপক্ষে ১-১ ড্র ম্যাচ মিস করেছিলেন। ভাইরাল ইনফেকশনে খেলতে পারেননি। তবে এদিন ম্যাচে ফিরেই শুরুর গোলটি এনে দেন তিনি। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে প্রথম গোলটি করেছেন। যা ছিল মৌসুমে রোনালদোর তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে ইত্তিফাককে আর ম্যাচে ফেরার সুযোগ দেননি সালেম আল নাজদি ও অ্যান্ডারসন তালিসকা। ৫৬ ও ৭০ মিনিটে একটি করে গোল করেছেন। 

এর ফলে মৌসুমে প্রথম হারের স্বাদ নিলো আল ইত্তিফাক। তার পরেও স্টিভেন জেরার্ডের অধীনে থাকা দলটি পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। আল নাসর উঠে এসেছে চার নম্বরে। পাঁচে রয়েছে আল আহলি। শীর্ষে আছে আল হিলাল, দুইয়ে আল ইত্তিহাদ।