নারায়ণগঞ্জ জেলা শিশু কিশোর ঐক্যজোটের আয়োজনে এবং মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ সোমবার শুরু হয়েছে শহীদ স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট।
নারায়ণগঞ্জ পৌর ওসমানি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ও কাশিপুর ফুটবল একাডেমি।
১৮টি একাডেমি নিয়ে আয়োজিত টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ৬-০ গোলে কাশিপুর ফুটবল একাডেমিকে হারায়। মোস্তাফিন ও রাফি ২টি করে গোল করেন। শিহাব, মুকিত ও নাইম একটি করে গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় তারকা ফুটবলার সম্রাট হোসেন এমিলি, আমিনুল ইসলাম আমান, রেজাউল করিম লিটন, আজমল হোসেন বিদ্যুৎ, ওয়ালী ফয়সাল, সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব খলিলুর রহমান দোলন।