মালদ্বীপের  বিপক্ষে বাংলাদেশ দলে নেই জামাল

এবার কোনও দলেই নেই জামাল ভূঁইয়া।  অনুশীলন করে যাচ্ছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। মালদ্বীপের বিপক্ষে ১৩ ও ১৬ নভেম্বর হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের আংশিক ঘোষিত বাংলাদেশ দলেও জায়গা হয়নি তার। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ ১৬ জনের আংশিক দল ঘোষণা করেছেন। এই ১৬ জনের দলে অধিনায়কের জায়গা হয়নি।  এছাড়া যারা ডাক পেয়েছেন তাদের সবারই আগে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। 

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলছে বসুন্ধরা কিংস। ভুটানে থেকে কিংসের ফুটবলাররা দেশে ফিরবেন ৩ নভেম্বরের । কিংসের ফুটবলাররা দেশে ফিরলে তখন আরও কয়েকজনের জাতীয় দলে নেওয়া সম্ভব হবে।

১৬ জন ফুটবলারকে নিয়ে ১ নভেম্বর থেকে কিংস অ্যারেনাতে ক্যাম্প শুরু হতে যাচ্ছে। 

ক্যাম্পে থাকা ১৬ জন ফুটবলার

গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন।

ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহাদ তপু, মো. রহমত মিয়া, মো. শাকিল হোসেন, মো. ঈসা ফয়সাল ও তাজ উদ্দিন। 

মিডফিল্ডার: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ ও দিদারুল আলম। 

ফরোয়ার্ড:  শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম।