ফেডারেশন কাপে মারুফুলের আবাহনীর দারুণ শুরু

ফেডারেশন কাপেও দারুণ শুরু করেছে আবাহনী লিমিটেড। বিদেশি ফুটবলার ছাড়া অনায়াস জয় পেয়েছে। চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে মারুফুল হকের দল।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করেছে আবাহনী লিমিটেড। তবে  শাহরিয়ার ইমন-জাফর-ইব্রাহিমরা সেভাবে পরীক্ষা নিতে পারেননি প্রতিপক্ষ গোলকিপারের। তবে আবাহনীকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। সুযোগ এসে যায় ১৭ মিনিটে।  মোহামেডান থেকে আসা কামরুল ইসলামের ফ্রি কিকে ইমনের হেড দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালের দিকে ছুটতে থাকে। চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার বল ক্লিয়ার করলে সেটি গোললাইন পেরিয়ে গেছে দাবি করে আবাহনী লিমিটেড। এই দাবিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সাত মিনিট পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি। 

এগিয়ে যাওয়া আবাহনী ব্যবধান বাড়াতে আক্রমণে ধার বাড়ায় আরও। কিন্তু দুই প্রান্ত থেকে শাণানো আক্রমণগুলো বক্সে এসে মুখ থুবড়ে পড়তে থাকে। প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ সুযোগ আসে মোহাম্মদ ইব্রাহিমের সামনে। কিন্তু তার নিচু শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি গোলকিপার।

বিরতির পর আবাহনী লিমিটেড আরও দুই গোল করে প্রতিপক্ষকে ছিটকে দেয়। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণের পাশাপাশি ম্যাচের ভাগ্যও গড়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। বাম দিকের বক্সে কেউ চার্জ না করলে সময় পেয়ে যান এই ফরোয়ার্ড। আলতো টোকায় বল একটু এগিয়ে জায়গা করে নিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

শেষ দিকে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন অভিজ্ঞ  ইয়াসিন খান। কর্নারের পর সতীর্থের পা ঘুরে পাওয়া বল থেকে ফাঁকায় থাকা এই ডিফেন্ডার নিখুঁত টোকায় বল জালে জড়িয়ে দেন।