রহমতগঞ্জকে উড়িয়ে দিয়েছে কিংস

প্রিমিয়ার ফুটবল লিগে অনায়াসে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ভ্যালেরি তিতার দল ৪-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে শীর্ষে চলে এসেছে। 

শনিবার কিংস অ্যারেনায় দাপট দেখিয়ে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে ফাহিমের শট ফিস্ট করে ফেরান আহসান হাবিব। 

দুই মিনিট পরই কিংসকে এগিয়ে নেন জোনাথন ফের্নান্দেস। রিমনের দূরপাল্লার শট সোহেল রানার পায়ে লেগে থেমে যাওয়া বলে পা চালিয়ে জালে পাঠান এই ব্রাজিলিয়ান। 

১২ মিনিটেই ম্যাচে ফেরে রহমতগঞ্জ। চোখ জুড়ানো ফ্রি কিকে বল জালে জড়ান নাবীব নেওয়াজ জীবন। 

২০ মিনিটে মিগেলের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফেরান হাবিব বিপু। 

বিরতিতে যাওয়ার আগে আবারও লিড নেয় কিংস। বক্সের মধ্যে মিগেলকে ফাউল করেন মেহেদী। স্পট কিকে কোনও ভুল করেননি ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। 

বিরতি থেকে ফিরে কিংসের ব্যবধান বাড়ান মোহাম্মদ সোহেল রানা। বক্সের বাইরে থেকে তার গতির শট হাবিব বিপু কোনোমতে ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি। বল জড়িয়ে যায় জালে। 

৫৯ মিনিটে মিগেলের প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর আরেকটি সুযোগ নষ্ট করেছেন এই ব্রাজিলিয়ান। 

৭৬ মিনিটে চতুর্থ গোলটি করেন তপু বর্মণ। 

দিনের অন্য ম্যাচে পুলিশ এফসি ৪-০ গোলে হারায় ওয়ান্ডারার্সকে।