অবিশ্বাস্য গোল হজম করলেও ইয়ংমেন্সকে শক্তি দেখালো কিংস

আত্মঘাতী গোলে এগিয়ে গিয়ে সবাইকে চমকে দেয় ইয়ংমেন্স ফকিরেরপুল। তবে প্রতিপক্ষ বসুন্ধরা কিংস ঘুরে দাঁড়িয়ে ঠিকই ম্যাচ জিতে নিয়েছে। লাল কার্ডের ম্যাচে প্রিমিয়ার লিগে ইয়ংমেন্সকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার কিক অফের একটু পরই হতভম্ব হয়ে যায় দলটি। ২ মিনিটের সময় ডিফেন্ডারেদের ব্যাক পাসের সঙ্গে তাল মেলাতে পারেননি শ্রাবণ। বাদশার ব্যাক পাস তাকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে কিংস যেন আরও ছন্দহীন। 

একটু পর ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে রাফায়েল টুডুর জোরালো শট দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে জমিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি শ্রাবণ। তবে সময় গড়ানোর সঙ্গে কিংস নিজেদের গুছিয়ে নেয়। 

ইয়ংমেন্স ৩১ মিনিটে ১০ জনের দলে পরিণত। রাব্বি হোসেন রাহুলকে ফাউল করে তিয়াস দাস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এই ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভিডিও রিপ্লেতে দেখা যায় রাহুলের সঙ্গে তেমন সংঘর্ষ হয়নি তিয়াসের। ডান কোণের বক্সের ঠিক ওপর থেকে ফের্নান্দেসের ফ্রি কিকে তপুর হেড উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। 

প্রথমার্ধের শেষ দিকে ফকিরেরপুলের রক্ষণে দফায় দফায় হানা দিতে থাকে সমতায় ফিরতে মরিয়া কিংস। রাকিব হোসেনের শট ঝাঁপিয়ে আটকান গোলকিপার, রাহুলের শট যায় বাইরে। ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে ফের্নান্দেসের শটও গ্লাভসে জমান বাপ্পি হোসেন। 

কিংসের আক্রমণের তোপের মধ্যে ইয়ংমেন্সও পাল্টা গোল দেওয়ার চেষ্টা করে। ৪৪ মিনিটে টুডুর শট কাঁপায় কিংসের বাইরের জাল। 

দ্বিতীয়ার্ধে কিংস ফেরে স্বরূপে। অবশেষে গোল পেয়ে যায় ৬৯মিনিটে। মজিবর রহমান জনির রক্ষণ চেড়া পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন ফের্নান্দেস। ঠাণ্ডা মাথায় নিচু শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। 

এরপর কিংসের তিন মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যায় ফকিরেরপুল। ৭৭ মিনিটে সোহেল রানার পাস নিয়ন্ত্রণে রাখতে পারেননি ফের্নান্দেস। বল চলে যায় পাশে থাকা ফাহিমের কাছে। নিখুঁত কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। 

৭৫মিনিটে সোহেলের পাস ফের্নান্দেস ফ্লিক করেন রফিকুলকে। ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পৌঁছে দেন বদলি নামা এই ফরোয়ার্ড। 

৮৩মিনিটে বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে রাকিব লক্ষ্যভেদ করলে নিশ্চিত হয় কিংসের চতুর্থ জয়। 

কিংস সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে তারা।