সান্তোসে ফেরার ঘোষণা দিলেন নেইমার

আল হিলালের সঙ্গে সম্পর্কের অবসান ঘটার পর থেকে গুঞ্জন ওঠে, নেইমার ফিরছেন তার বাল্যকালের ক্লাব সান্তোসে। ব্রাজিলিয়ান ক্লাবটিও এমন ইঙ্গিত দিয়েছিল। অবশেষে ব্রাজিলের শীর্ষ গোলদাতা জানিয়ে দিলেন, ক্যারিয়ার যেখানে শুরু করেছিলেন, সেই সান্তোসে ফিরছেন তিনি।

সাও পাওলো দলের সঙ্গে নিজের একটি পুরানো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেইমার লিখেছেন, ‘আমি সান্তোস ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি করবো। ক্লাব ও ভক্তদের জন্য আমার অনুভূতি ঠিক আগের মতোই আছে।’

সান্তোসের এক্স অ্যাকাউন্ট নেইমারের পোস্টের রিপ্লাইয়ে লিখেছে, ‘তোমার ঘর তোমার জন্য অপেক্ষা করছে, তোমার লোকেরা তোমার অপেক্ষায় আছে।’

নেইমারকে বরণ করে নিতে শুক্রবার ক্লাবের এস্তাদিও উরবানো কালদেইরাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পীদের নিয়ে হবে কনসার্টও।

৩২ বছর বয়সী সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড ১০ কোটিরও বেশি ডলার বার্ষিক বেতনে আল হিলালে যান ২০২৩ সালের আগস্টে। সেখানে মাত্র সাত ম্যাচ খেলেছেন। ইনজুরিতে মাঠের বাইরে কেটেছে অধিকাংশ সময়।

সান্তোসে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নেইমারকে। ক্লাবটি দ্বিতীয় স্ত থেকে এক বছর পর ২০২৪ সালে শীর্ষ লিগে ফিরেছে।

সাও পাওলো স্টেট টুর্নামেন্ট, ব্রাজিলিয়ান কাপ ও জাতীয় চ্যাম্পিয়নশিপে ব্যস্ত সময় কাটাতে হবে সান্তোসকে।