শুক্রবার ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আগ্রহ ছিল আকাশচুম্বী। জিতলেই শিরোপা- এই সমীকরণ নিয়ে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু টানা তিন ম্যাচ জেতা ব্রাজিল ও আর্জেন্টিনা ড্র করায় অপেক্ষা বাড়লো।
কে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন, তা জানতে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। দুই দলই সমান ১০টি করে পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে। গোল ব্যবধানে (+৪) শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা (+৩) দুইয়ে।
আগামী রবিবার চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিজেদের শেষ ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। গোল ব্যবধানে এগিয়ে থেকে জিততে হবে।
ব্রাজিলের জুলিও সোলারকে নিজেদের বক্সে ফাউল করেন ব্রেনো বাইডন। ক্লাউদিও এচেভেরি ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন। আর্জেন্টিনা লিড নিয়ে বিরতিতে যায়। শেষ বাঁশি বাজার ১২ মিনিট আগে ইগোর থ্রু বলে রায়ান নিচু শটে জাল কাঁপিয়ে ব্রাজিলের হার এড়ান।