বাংলাদেশ দলে জায়গা পাওয়া কঠিন মানছেন নোভা-তপুও

আপাতত হাভিয়ের কাবরেরার অধীনে ৩০ জন ফুটবলার রয়েছেন। হামজা চৌধুরী ছাড়া সবাই সৌদি আরবের তায়েফে অনুশীলন করছেন। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দল ছোট করে আনবেন কাবরেরা। তবে ২৩ জনের দলে জায়গা করে নেওয়া যে কঠিন তা মানছেন শাকিল আহাদ তপু ও পিয়াস আহমেদ নোভা।

মঙ্গলবার আজ (১১ মার্চ) তায়েফে অনুশীলনের ফাঁকে নোভা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সব কিছু নিখুঁত আছে। দলে সিনিয়র রাকিব ভাই আছে, মোরসালিন ভাই আছেন, নতুন প্লেয়ার আল আমিন আছে, জায়গা পাওয়া কঠিন হবে, কিন্তু নাম্বার ৯ হিসেবে আমি এখানে জায়গা পেতে লড়াই করবো। ইনশাল্লাহ খেলার চেষ্টা করবো।’

ডিফেন্ডার শাকিল আহাদ তপু এদিনের অনুশীলন নিয়ে বলেন, ‘এই প্রথম আমি সৌদিতে ক্যাম্প করছি। এর আগেও জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছি এবং সৌদিতে এসে আমার ভালো লাগছে। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবে খেলার চেষ্টা করছি। সব মিলিয়ে, ভালো। আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছে, তারা অনেক দিন ধরে খেলছে। তাদের অভিজ্ঞতা আছে। আমি চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার এবং দলে জায়গা করে নেওয়ার।’

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সৌদি আরবের অনুশীলন প্রসঙ্গে জানান, এই ধরনের অনুশীলনের সুযোগ পাওয়া আমাদের জন্য জরুরি। এটা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ, অন্তত ৬০ মিনিট খেলার সুযোগ পাওয়া, কেউ কেউ ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছে। ঢাকা থেকে যে প্রস্তুতি আমরা শুরু করেছিলাম, সেটার সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য এটা ভালো সুযোগ। এমনকি যারা ক্যাম্পে নতুন তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে। এটা আসলেই ইতিবাচক। ছেলেদের প্রচুর প্রাণশক্তি ছিল, যে কৌশল নিয়ে কাজ করছি, সেটা প্রয়োগের চেষ্টা করেছি আমরা। সব মিলিয়ে আমি তাদের নিয়ে খুশি।’