‘গোল করে হামজা ভাইয়ের কাঁধে উঠতে চাই’

সৌদি আরবের তায়েফে দুই সপ্তাহের প্রস্তুতি শেষে কাল মঙ্গলবার সকালে দেশে ফিরছে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনের পাশাপাশি জামালরা একটি ম্যাচও খেলেছে। আরও একটি ম্যাচ খেলার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। দেশে ফেরার আগে নবাগত ফরোয়ার্ড আল আমিন অনুশীলনে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন। এখন তিনি সুযোগের অপেক্ষায়। সুযোগ পেলে এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে গোল করার তীব্র ইচ্ছা নীলফামারী থেকে উঠে আসা এই ফুটবলারের। 

আল আমিন এবার পুলিশ এফসির হয়ে লিগে ৭ গোল করে সবার দৃষ্টি কেড়েছেন। প্রতিপক্ষের ‘ডি’ বক্সে মাথা ঠাণ্ডা করে লক্ষ্যভেদ করতে কার্পণ্য দেখা যায় না তার মাঝে। কিংবা বলের নিয়ন্ত্রণ রেখে গোল করার দিকেও মনোযোগ কম নয়। সেই আল আমিন বাফুফের দেওয়া ভিডিও বার্তায় নিজের সুপ্ত ইচ্ছার কথা আবারও জানালেন এভাবে, ‘কাবরেরার দিক নির্দেশনায় ভালো অনুশীলন হয়েছে। নিজেকে সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি নীলফামারী থেকে এসে শামসুল একাডেমিতে অনুশীলনের সুযোগ পেয়েছি। এবার প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছি। খেলার অপেক্ষায় আছি।’

ইংল্যান্ড থেকে আসা হামজা চৌধুরীর সঙ্গে খেলার স্বপ্ন দেখেন আল আমিন। তার পাস থেকে বাংলাদেশের হয়ে গোলও করতে চান তিনি, ‘আমি স্বপ্ন দেখি হামজা ভাইয়ের পাসে গোল করার, গোল করে তার কাঁধেও উঠতে চাই। জানি না আমি খেলার সুযোগ পাবো কিনা। তবে সুযোগ পেলে দেশের জন্য সর্বোচ্চ দিয়ে খেলবো।’

মঙ্গলবার লাল সবুজ দল দেশে ফিরবে। হামজা চৌধুরীও এখন হবিগঞ্জে নিজের গ্রামের বাড়িতে। মঙ্গলবার রাতেই হোটেলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।