সাইবার বুলিংয়ের শিকার হলে ফুটবলারদের সহায়তা বাফুফের

জাতীয় দলের ফুটবলারদের নিয়ে সোশাল মিডিয়াতে নানানভাবে আলোচনা-সমালোচনা হয়। এখন থেকে যে কোনোভাবে বুলিং হলে বাফুফে তাদের পাশে এসে সহযোগিতা করবে।

আজ বুধবার জাতীয় দল কমিটির সভাতে এমন সিদ্ধান্ত হয়েছে। 

বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সাইবার, সাংবাদিক, সমর্থক অথবা অন্য যে কোনোভাবে বুলিংয়ের শিকার হলে বাফুফে কর্তৃক সেই সকল খেলোয়াড়দের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

এর দেড় ঘণ্টা পর বাফুফে নতুন করে আরও একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে। সেখানে সমর্থক কিংবা সাংবাদিক কিছু লেখা হয়নি। লেখা হয়েছে যে কোনও প্রকার সাইবার বুলিং হলে সহায়তা করা হবে।