বাফুফের বিরোধী জোটের মানববন্ধন

মানববন্ধনবাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগামী মাসের নির্বাচনকে সামনে রেখে ফেডারেশনের বর্তমান কমিটির বিপক্ষ জোট আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিভিআইপি গেটে এক মানব বন্ধন আয়োজন করে।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের সভাপতি মনজুর কাদের ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভুঁইয়া ছিলেন এ আয়োজনের নেতৃত্বে।

গত ১২ই মার্চ 'বাঁচাও ফুটবল' নামে এক অনুষ্ঠানের মাধ্যমে মূলত তাদের নির্বাচনি জোট গড়ার প্রক্রিয়া শুরু হয়। কয়েক মাস আগেও বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীনের অন্যতম প্রিয়ভাজন ব্যক্তি মনজুর কাদেরকে বর্তমানে দেখা যাচ্ছে অন্যতম বিরোধী ভূমিকায়। তার দাবি ফুটবল উন্নয়নে কোনও কাজ করেনি বর্তমান কমিটির নেতৃত্বাধীন বাফুফে।

সাবেক ফুটবলারদের মধ্যে জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, নওশেরুজ্জামান নওশের, শামসুল আলম মঞ্জু, আবু ইউসুফ, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, শফিকুল ইসলাম মানিক, রিয়াজ উদ্দিন রিয়াজ, আবদুল গাফফার, কায়সার হামিদ, খন্দকার ওয়াসিম ইকবাল রয়েছেন এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠকদের মধ্যে মোস্তাকুর রহমান মোস্তাক, আলহাজ্ব একেএম মুমিনুল হক সাঈদ, আবু হাসান চৌধুরী প্রিন্স, এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর, নাসিরুল মল্লিক পিন্টু, মোস্তাফিজুর রহমান, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম রকি, তুহিন, একেএম নুরুজ্জামান, নয়ন চৌধুরী, কাইয়ুম ইসলাম, মামুনুর রহমান ও নাসির উদ্দিন বাবুল মানববন্ধনে উপস্থিত ছিলেন।

/আরএম/এমআর/