ফিট হয়ে ফিরছেন লেভানডোভস্কি, তবে...

আগের ৪টি ম্যাচ খেলতে পারেননি রবের্ত লেভানডোভস্কি। হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে থেকেছেন। বার্সেলোনার জন্য স্বস্তির খবর হলো চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালে ফিট হয়ে ফিরছেন তিনি। কিন্তু ইন্টার মিলানের বিপক্ষে তাকে খেলতে হবে বেঞ্চ থেকে। ময়দানী লড়াইয়ের ম্যাচটা শুরু হবে মঙ্গলবার রাত ১টায়। 

৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার এই মৌসুমে ৪০ গোল করেছেন। সর্বশেষ ১৯ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে বার্সার ৪-৩ গোলে জেতা ম্যাচ থেকে তার আর মাঠে নামা হয়নি। অভিজ্ঞ এই স্ট্রাইকারের সর্বশেষ অবস্থা নিয়ে ম্যাচের আগে কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘আমরা কথা বলেছি, সব কিছুই ঠিকঠাক চলছে। লেভা সুস্থ আছে। যেমনটা প্রত্যাশা করেছিলাম, তার চেয়েও ভালো অবস্থায় আছে। সে বেঞ্চ থেকে মাঠে নামার জন্য প্রস্তুত। যখন আমাদের প্রয়োজন হবে, সে মাঠে নামবে।’

লেভানডোভস্কির ফেরায় এক দশক পর বার্সার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার আশার পালে জোর হাওয়া লেগেছে। বিশেষ করে প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হওয়ায়। তবে তাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে দুই ফুলব্যাক জুলস কুন্ডে ও আলেহান্দ্রো বালডেকে পাচ্ছে না তারা। ফ্লিক এখনও তাদের বদলে কাদের নেওয়া হবে সেসব বিস্তারিত জানাননি। তবে সেন্টারব্যাক রোনাল্ড আরাউহো ও এরিক গার্সিয়া কিংবা তরুণ তুর্কি হেক্টর ফোর্ট কিংবা জেরার্ড মার্টিনের ওপর আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন।

কুন্ডে ও বালডের অনুপস্থিতি বার্সার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আসতে পারে। কারণ প্রথম লেগে ইন্টারের কাউন্টার অ্যাটাক থামাতে ফ্লিকের বার্সাকে বেশ সংগ্রাম করতে হয়েছে।