১৮ বছরে প্রথমবার ম্যানইউর মাঠে জিতলো ওয়েস্ট হ্যাম

ইউরোপা লিগের ফাইনালে ওঠার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ বছরে প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে জিতলো ওয়েস্ট হ্যাম। ২০০৭ সালের পর প্রথমবার ম্যানইউর মাঠে ২-০ গোলে জিতেছে তারা।

চলমান মৌসুমে লিগে ধুঁকতে থাকা দুই দলের মুখোমুখি লড়াইয়ে হ্যামাররা স্বাগতিকদের টপকে টেবিলের ১৫ নম্বরে উঠে গেলো। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের। ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নেমে গেছে ম্যানইউ।

কয়েকটি দর্শনীয় পাসে বল পেয়ে ২৭তম মিনিটে গোলমুখ খোলেন টমাস সোসেক। মোহাম্মদ কুদুসের পাসে গোলমুখের সামনে বল পান তিনি।

৫৭তম মিনিটে জ্যারড বাওয়েন ব্যবধান দ্বিগুণ করেন। কুদুস সামনে বল বাড়ান। তার শট ডিফ্লেক্টেড হয়ে অ্যারন ওয়ান বিসাকার সামনে পড়ে। তারই পাসে বাওয়েন দ্বিতীয় গোল করেন।

ম্যানইউ কোচ রুবেন আমোরিম বলেছিলেন, টটেনহামের বিপক্ষে আগামী ২১ মে ইউরোপা লিগ ফাইনালেই তাদের চোখ। চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটতে চায়। কিন্তু রবিবারের অবাঞ্চিত হার ওই ম্যাচের প্রস্তুতি বড় ধাক্কা দিলো তার দলকে।