ব্যালন ডি’অরে এবার নারী-পুরুষের জন্য সমান পুরস্কার

ফুটবলে সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া পুরস্কারের মধ্যে সেরা হিসেবে বিবেচিত ব্যালন ডি’অর। গত বছর চমক দেখিয়ে সেটি জিতে নেন স্পেন ও ম্যানসিটি তারকা রদ্রি। এবার কে জিতবেন? সেই তালিকা প্রকাশ হবে আগস্টে, আর পুরস্কার দেওয়া হবে ২২ সেপ্টেম্বরের জমকালো আয়োজনে।

সোমবার আগামী ব্যালন ডি’অর দেওয়ার দিনক্ষণ ঘোষণার পাশাপাশি নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে আয়োজকরা। এবার প্রথমবার নারী ও পুরুষদের সমান সংখ্যক পুরস্কার দেওয়া হবে।

উয়েফা ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিন বলেছে, প্যারিসে থিয়েটার দা শ্যাতেলে এই বছরের পুরস্কারের তালিকায় নতুন করে যুক্ত করা হচ্ছে সেরা নারী গোলকিপার, সেরা তরুণ নারী খেলোয়াড় এবং ক্লাব কিংবা জাতীয় দলের শীর্ষ নারী গোলদাতার পুরস্কার।

তার মানে পুরুষ ও নারী খেলোয়াড়ের জন্য সমান ছয়টি করে পুরস্কার দেওয়া হবে।