আবাহনীতে খেলতে ঢাকায় ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক তারকা খেলায়োড়! ঢাকা আবাহনীতে খেলতে টটেনহাম এবং আর্সেনালের সাবেক তারকা রোহান রিকেটস গতকাল বুধবারই ঢাকায় পৌঁছেন।
এনিয়ে তিনজন ইংলিশ ফুটবলারকে দলে ভিড়িয়েছে ঢাকা আবাহনী।
লন্ডনে জন্ম নেওয়া রোহান ফুটবল ক্যারিয়ার শুরু করেন আর্সেনালের যুব দলের হয়ে। তিনি ২০০০ এবং ২০০১ সালে আর্সেনাল যুব দলের হয়ে এফএ কাপের শিরোপা জেতেন। আর্সেনালের সিনিয়র দলের হয়ে রোহান নিজের একমাত্র ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও খেলেছেন। ২০০৩-২০০৪ মৌসুমে রোহান টটেনহামের মূল দলে নিয়মিত খেলেছেন। এছাড়া তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন।
ঢাকায় পৌঁছে রোহান বলেছেন, ‘বাংলাদেশ আসতে পেরে আমি খুবই আনন্দিত। সবকিছু ঠিক থাকলে আমি ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে বাংলাদেশে খেলছি। তবে ভালো ফুটবল খেলার পাশাপাশি আমি বাংলাদেশের ফুটবল উন্নয়নেও কাজ করতে চাই।’

/আরএম/এফআইআর/