রাতে পুনরায় টিকিট ছাড়বে বাফুফে

সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের জন্য অনলাইনে টিকিট ছেড়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য টিকিফাইকে (tickify.live) দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অভিজ্ঞতা ভালো হয়নি ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাফুফের। এই ওয়েবসাইটে টিকিট ছেড়ে বিপাকে পড়েছে তারা। যদিও শঙ্কা কাটিয়ে আজ সোমবার রাত ১০টা থেকে পুনরায় চালু হচ্ছে টিকিট বিক্রয় কার্যক্রম। 

সোমবার কুল-বিএসজেএ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। টুর্নামেন্টের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি বলেছেন, ‘বাফুফে সব সময় ইনোভেটিভ কাজ করে থাকে। প্রথমবার ভুল-ত্রুটি হতে পারে, এটা স্বীকার করে নিয়েছি। দু’টি একটি আইপি অ্যাড্রেস থেকে সাইবার আক্রমণ হয়েছে। এজন্য সার্ভার ডাউন ছিল। টিকিট সংগ্রহ পর্যায় থেকে স্টেডিয়ামে প্রবেশ পর্যন্ত আমরা নজরদারি রাখবো। আমরা আশাবাদী আজ আবার রাত দশটা থেকে সাইট ও প্ল্যাটফর্ম অন হবে, সীমিত পরিসর হলেও। ’

জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন সংখ্যা ১৮ হাজার ৩০০। ক্লাব হাউজ ও ভিআইপি মিলিয়ে আরও হাজার চারেক। মাত্র ২২ হাজার আসন ক্ষমতার স্টেডিয়ামে চাহিদা অসীম। এ নিয়ে বাফুফে সভাপতির বক্তব্য, ‘স্টেডিয়াম গ্যালারি ১৮ হাজার এর বাইরে হাজার দু’য়েক। দুভার্গ্যজনক হলেও বাস্তবতা অনেক সমর্থককে সীমিত আসনের জন্য স্টেডিয়ামের বাইরে থাকতে হবে। তাদের জন্য আমরা বাইরে ব্যবস্থা করবো। বাফুফের পক্ষ থেকে আটটি বিভাগীয় শহরে ফ্যান জোন করা হচ্ছে। অনেকে ব্যক্তি উদ্যোগেও করছে। ’

হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবলের উন্মাদনা অনেক বেড়েছে। হঠাৎ ফুটবল উন্মাদনা হলেও বাফুফে সভাপতি তাবিথ এটা ধারাবাহিক প্রক্রিয়ার ফলই মন করছেন, ‘বাফুফে ফুটবল নিয়ে ধারাবাহিক কাজ করে যাচ্ছে। জাতীয় পুরুষ দলের পাশাপাশি নারী, কোচিং, রেফারি , ট্যাকিনক্যাল সব বিভাগেই আমরা সমন্বিতভাবে কাজ করছি। ’

এশিয়া কাপ বাছাইয়ে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন মূল পর্বে খেলতে পারবে। বাংলাদেশের গ্রুপে ভারত, সিঙ্গাপুর ও হংকং চার দলেরই সমান এক পয়েন্ট এবং গোল ব্যবধানও শূন্য। তাই ১০ জুনের ম্যাচটি গুরুত্বপূর্ণ মনে করছেন বাফুফে সভাপতি। তার মতে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে এশিয়া কাপ খেলার, ‘আমি আশাবাদী এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। আমাদের গ্রুপটি বেশ টাফেস্ট। প্রতি দলেরই এক পয়েন্ট ও গোলও শূন্য। সিঙ্গাপুর ম্যাচের পর টেবিলের অবস্থান নিশ্চয়ই বদলাবে। আমি সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আশাবাদী। ’

এদিকে, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টকে গ্রাসরুট সপ্তাহের কর্মসূচি হিসেবে গণ্য করে বাফুফে সভাপতি বলেন, ‘ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। গ্রাসরুট মানেই শুধু ক্ষুদে ফুটবলার নয় নন, ট্র্যাডিশনাল ফুটবলও অর্ন্তভুক্ত। সাংবাদিকদের এই টুর্নামেন্টের ছবি আমরা ফিফার গ্রাসরুটের জন্য পাঠাবো।’

প্রসঙ্গত, শনিবার দুপুর ১২টা থেকে এই ওয়েবসাইটে টিকিট ছাড়ার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয় রাত ৮টায়। অনেকে আগে থেকেই ওয়েবসাইটে ঢুকে ছিলেন। কিন্তু তারপরও টিকিট পাননি। পরে অনেকে ওয়েবসাইটে ঢুকতে পারেননি। কেউ কেউ প্রয়োজনীয় তথ্য দিলেও ‘বাই নাউ’ বাটনে ক্লিক করে ব্যর্থ হন টিকিট পেতে।