জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?

পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা হয়নি কিলিয়ান এমবাপ্পের। তবে রিয়াল মাদ্রিদ তারকা ক্লাব বিশ্বকাপে অভিষেকের খুব কাছাকাছি। শেষ ষোলোতে মঙ্গলবার রাতে জুভেন্টাসের বিপক্ষে তার খেলার জোর সম্ভাবনা আছে। রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো তেমন ইঙ্গিতই দিয়েছেন। 

২৬ বছর বয়সী এমবাপ্পে মাদ্রিদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ মিস করেছেন। তাকে ছাড়াই গ্রুপ এইচের শীর্ষে থেকে স্প্যানিশ জায়ান্টরা শেষ ষোলো নিশ্চিত করেছে। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে জাবি আশা প্রকাশ করে বলেছেন, ‘কিলিয়ান এখন ভালো করছে।  প্রতিদিনই আমরা কথা বলছি। সকালে আলোচনা করে আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করবো।’

এমবাপ্পের খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘এই ম্যাচ দিয়ে ওর ক্লাব বিশ্বকাপ অভিষেকের জোরালো সম্ভাবনা রয়েছে। অবশ্য এটা জানি না কতটুকু। কিন্তু অনেক বড় সম্ভাবনা।’

কার্লো আনচেলত্তি অধ্যায় শেষ হতেই দায়িত্ব নিয়েছেন আলোনসো। নতুন ভূমিকায় মাত্র এক মাসেরও কম সময় ধরে আছেন। মাদ্রিদ, লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের সাবেক এই মিডফিল্ডার বলেছেন, তার আসল কাজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, ‘এখন প্রতিটি ম্যাচই সবকিছু, আবার কিছুই নয়। এটা বিশাল এক ম্যাচ এবং আমরা গত কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি এই ম্যাচের জন্য।’