মিয়ানমারের বিপক্ষে আগের একাদশেই ভরসা বাংলাদেশের 

একটু পরই নারী এশিয়ান কাপ বাছাইয়ে বুধবার স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের হারাতে পারলেই প্রথমবারের মতো এশিয়া কাপ ফুটবলে মূলপর্বে খেলার পথ অনেকটাই সুগম হবে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে পিটার বাটলারের দলে কোনও পরিবর্তন আসেনি। ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলে জয়ী একাদশই আজ মিয়ানমারের বিপক্ষে খেলতে যাচ্ছে। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে মিয়ানমারের সঙ্গে অনেক ব্যবধান বাংলাদেশের। ২০১৮ সালে ৫ গোলে হেরে যাওয়া দলের বিপক্ষে এবার ঘুড়ে দাঁড়ানোর মিশন।
আক্রমণাত্মক খেলা দলটির বিপক্ষে বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রেখে যেতে হবে রুপনা- মনিকাদের।

বুধবার লাল সবুজ দলের তেকাঠির নিচে রয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার ঋতুপর্ণা চাকমা। রক্ষণে অধিনায়ক আফঈদার সঙ্গী শিউলি আজিম ও শামসুন্নাহার। মিডফিল্ডে বাংলাদেশের প্রাণ মনিকা চাকমা। তার সঙ্গে আছেন মারিয়া, কোহাতি ও স্বপ্না রাণী। ফরোয়ার্ড পজিশনে রয়েছেন ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার।  এদের নিয়েই ইংলিশ কোচ বাটলার বড় স্বপ্ন দেখছেন। 

বাংলাদেশের একাদশ : রুপনা চাকমা , আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।