X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঋতুপর্ণার জোড়ায় মিয়ানমারকে হারিয়ে প্রতিশোধ, মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ১৭:২৭আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৭:৪৫

৭ বছর আগে ঠিক ইয়াংগুনের এই মাঠেই ৫ গোল হজম করেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ দল যে বদলে গেছে তা আজ প্রমাণিত। নারী ফুটবল এশিয়ান কাপ বাছাই পর্বে এবারও গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৭ ধাপ এগিয়ে থাকা দলটিকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ চমক দেখিয়েছে। ঋতুপর্ণা চাকমার অসাধারণ দুই গোলে দারুণ এক প্রতিশোধও নেওয়া হয়েছে। 

টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ দল এখন মূল পর্বে খেলার কাছাকাছি আছে। তবে আজই চূড়ান্ত হতে পারে। একটু পরই গ্রুপে বাহরাইন ও তুর্কমেনিস্তান মুখোমুখি হবে। ম্যাচটি ড্র কিংবা বাহরাইন হারলে তখন গ্রুপ থেকে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টিকিট পাবে। তা না হলে ৫ জুলাই গ্রুপের শেষ ম্যাচে হবে নিষ্পত্তি।

ইয়াংগুনে শুরুর দিকে স্বাগতিকরা ম্যাচে ছড়ি ঘুরায়। কিক-অফের শুরুতে মিয়ানমার ভয় ধরায়। ডান প্রান্ত থেকে ক্রসে শি ইয়ে তুনের ডান পায়ের সাইড ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়।

৬ মিনিটে মনিকা চেষ্টা করলেও তার ক্রস সরাসরি গোলকিপারের হাতে জমা পড়ে।

১৮ মিনিটে ধারার বিপরীতে বাংলাদেশ এগিয়ে যায়। ফরোয়ার্ড শামসুন্নাহারকে ফেলে দিলে ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় বাটলারের দল। ঋতুপর্ণার শট মানব দেয়ালের নিচে লেগে ফিরে এলে বক্সের ঠিক বাইরে আবার বল পেয়ে রাঙামাটির ফুটবলার বাঁ পায়ের মাপা শটে ডিফেন্ডার ও গোলকিপারকে পরাস্ত করে দলকে এগিয়ে নিয়েছেন। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে।

২৪ মিনিটে বাংলাদেশ আবার এগিয়ে যেতে পারতো। ঋতুপর্ণার ক্রসে তেকাঠির একদম সামনে থেকে ফাঁকায় শামুসন্নাহার প্লেসিং করলেও পোস্টে লেগে বলের দিক পরিবর্তন হলে আফসোস বাড়ে তাতে।

৩৭ মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। গোলকিপার রুপনা পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। ভাগ্য ভালো তেকাঠির নিচে যাওয়ার আগেই মিয়ানমারের ১০ নম্বর জার্সিধারী কিন মো মোর লক্ষ্যে নেওয়া শট জালে জড়াতে পারেনি। চলে যায় বাইরে দিয়ে।

৪২ মিনিটে স্বাগতিকদের দুর্ভাগ্য। কিন মো মোর আরও একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। সামনে থাকা ন হোয়াইয়ের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হন স্বাগতিক দর্শকরা। শেষ দিকে মিয়ানমার চাপ দিয়েও গোল শোধ দিতে পারেনি।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

বিরতির পরও খেলাতে ছিল টানটান উত্তেজনা। 

৫৭ মিনিটে মিয়ানমারের একটি প্রচেষ্টা গোলকিপারের হাত ছুঁয়ে পোস্টে বাধাপ্রাপ্ত হয়।

৬৮ মিনিটে ঋতুপর্ণার ক্রসে মনিকা তেকাঠির সামনে থেকে ঠিকঠাক প্লেসিং করতে পারেননি। বলে চলে যায় বাইরে।

৭১ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। প্রতিপক্ষের একজনের পাস সতীর্থের কাছে যাওয়ার আগে ছিনিয়ে নিয়ে ঋতুপর্ণা বাঁদিক থেকে ক্ষিপ্রগতিতে দারুণ এক ক্রসে গোলকিপারের ওপর দিয়ে বল জড়িয়ে দেন জালে। আনন্দে মাতে বাটলার অ্যান্ড কোং।

তিন মিনিট পর পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে ডজ দিয়ে বদলি সুলতানার লং রেঞ্চে শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

৮৯ মিনিটে মিয়ানমার এক গোল শোধ দেয়। বাংলাদেশের রক্ষণের দুর্বলতায় উইন উইন গোল করে স্বাগতিকদের মনে আশার সঞ্চার করেন। তবে শেষ রক্ষা হয়নি। ঋতুপর্ণার দারুণ পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবারের মতো শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে আনন্দে মেতে ওঠে। স্বাগতিকদের দর্শকদের হতাশায় নিমজ্জিত করে।

বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারকে হারিয়ে বাটলার ও ঋতুপর্ণা যা বললেন
ঋতুপর্ণার গোলে বাংলাদেশ এগিয়ে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন