জোতাকে হারিয়ে শোকাহত রোনালদো

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জোতা। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পর্তুগাল ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও। বৃহস্পতিবার সকালে স্পেনের জামোরা প্রদেশে এই আকস্মিক দুর্ঘটনায় তরুণ দুই ফুটবলারকে হারিয়ে শোকাহত ক্রীড়া বিশ্ব। কয়েক সপ্তাহ আগে একসঙ্গে উয়েফা নেশন্স লিগের ট্রফি নিয়ে জোতার সঙ্গে উল্লাস করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার এই অকাল মৃত্যু মানতে পারছেন না পর্তুগাল অধিনায়ক।

সোশাল মিডিয়ায় এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘এটা কোনোভাবে মানতে পারছি না। এই তো কদিন আগেও জাতীয় দলে আমরা একসঙ্গে ছিলাম। তোমার কিছুদিন আগে বিয়ে হলো।’

তিনি আরও লিখেছেন, ‘তোমার পরিবার, তোমার স্ত্রী ও তোমার সন্তানদেরকে আমি সমবেদনা জানাই। তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করছি। আমি জানি সবসময় তুমি তাদের সঙ্গে থাকবে। শান্তিতে বিশ্রাম নাও, ডিওগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করবো।’

এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, জোতার মৃত্যুতে তারা বিধ্বস্ত। লিভারপুল সিটি কাউন্সিল লিভারপুল টাউনের পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে।

উয়েফা জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার মেয়েদের সকল ইউরো ম্যাচের আগে জোতা ও তার ভাইয়ের স্মরণে এক মুহূর্তের নীরবতা পালন করা হবে।

শুধু ফুটবল নয়, টেনিস তারকা রাফায়েল নাদাল এই দুঃখজনক ও বেদনাদায়ক খবরে শোক প্রকাশ করেছেন। বাস্কেটবল লিজেন্ড লেব্রন জেমস বিলেছেন, ‘এই সময়ে তার ভালোবাসার মানুষের জন্য প্রার্থনা করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন জোতা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। 

অথচ মাত্র দুই সপ্তাহ আগেই জোতা দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন। যার সঙ্গে তার তিনটি সন্তানও রয়েছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের আনুষ্ঠানিকতার ছবি পোস্ট করেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ২২ জুন। 

বিবিসির খবরে জানানো হয়, আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় একটি টায়ার ফেটে তাদের ল্যাম্বরগিনি গাড়িটি রাস্তা থেকে ছিটকে যায় এবং পরে আগুন ধরে যায়।

জোতা গত মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে অবদান রেখেছিলেন। জুন মাসে স্পেনকে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জয়ী পর্তুগাল দলের হয়েও খেলেন তিনি।

জোতার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রেও একজন পেশাদার ফুটবলার। তিনি পর্তুগালের দ্বিতীয় স্তরের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন।

পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা শোক প্রকাশ করে বলেছেন, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এবং পুরো পর্তুগিজ ফুটবল সমাজ সম্পূর্ণভাবে বিধ্বস্ত। প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এক অসাধারণ ফুটবলারের চেয়েও বেশি কিছু ছিলেন ডিয়োগো জোতা। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যাকে সহখেলোয়াড় থেকে শুরু করে প্রতিপক্ষরাও সম্মান করতো।’