এশিয়ান কাপে বাংলাদেশ উঠলেও চ্যাম্পিয়ন্স লিগে নেই দেশের কোনও ক্লাব!

আগের দিনই এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে আলোর নিচে অন্ধকারও রয়েছে। জাতীয় কিংবা বয়সভিত্তিক দল সাফল্য পেলেও নারীদের ক্লাব ফুটবলে সেভাবে কোনও অগ্রগতি নেই। তাই টানা দুইবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে নেই বাংলাদেশের কোনও ক্লাবের প্রতিনিধিত্ব! 

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গত বছর থেকে নারীদের নিয়ে ক্লাব পর্যায়েও টুর্নামেন্ট আয়োজন করছে। প্রথম আসরে বাংলাদেশের কোনও ক্লাব অংশ নেয়নি। ২৩-৩১ আগস্ট দ্বিতীয় আসরের জন্য আজ হওয়া ড্রতেও নেই দেশের কোনও ক্লাব। 

অথচ এই লিগে ভারতের ইস্ট বেঙ্গল, নেপালের এপিএফ ও ভুটানের রয়েল থিম্পু কলেজ ঠিকই নিয়ম মেনে খেলছে। ভুটানে তো দীর্ঘমেয়াদে লিগও চলছে।

বাফুফে নামকাওয়াস্তে নারী লিগ করায় এএফসির শর্ত পূরণ করতে পারছে না। অথচ নারী কমিটির চেয়ারম্যান নিজেই দীর্ঘদিন ফিফা ও এএফসির সদস্য থেকেও দেশের ঘরোয়া ফুটবলে নারীদের জন্য সেভাবে কোনও অবকাঠামো দাঁড় করাতে পারেননি। একটি বা দুটি ক্লাব বাদ দিয়ে বাকিরা কোনোমতে লিগ খেলে গেছে। সবশেষ তো ঢাকঢোল পিটিয়ে ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিয়েও কিছুই হয়নি। 

সারা বছর মেয়েরা বাফুফে ভবনে থেকে অনুশীলন করে বিধায় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যটা বেশি আসছে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ  নিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নাসরিন স্পোর্টিং ক্লাব গত লিগে চ্যাম্পিয়ন। তারা খেলার মতো ছিল। কিন্তু এএফসি টুর্নামেন্টে খেলতে হলে ঘরোয়া লিগে দশটি দল এবং প্রত্যেককে নয়টি করে ম্যাচ খেলতে হয়। আমাদের দল ছিল নয়টি আর খেলা হয়েছে আটটি করে। তাই অংশ নেওয়া হয়নি।’

তবে তাবিথ আউয়ালের মেয়াদে নারীদের লিগ নিয়ে কাজ চলছে বলে জানা গেছে। নভেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে। এছাড়া ফ্রাঞ্চাইজি লিগও হওয়ার কথা।