৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি

৯ জনের দলে পরিণত হওয়া পিএসজির সঙ্গেও পারেনি বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি জায়ান্টরা বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।  

অথচ কোয়ার্টার ফাইনালে চাপে পড়ে গিয়েছিল পিএসজি। দুটি লাল কার্ড জুটেছিল কপালে। ম্যাচের প্রথম গোলটি আসে ৭৮ মিনিটে। দিজিরে দুয়ের গোলের পর ৮২ মিনিটে লাল কার্ড দেখেন পাচো। বায়ার্নের থমাস ম্যুলারের ওপর বিপজ্জনক চ্যালেঞ্জের শাস্তি পান তিনি। দশ জনের দলে পরিণত হওয়ার পর ৯ জনের দলে পরিণত হতেও সময় লাগেনি। ৯০+২ মিনিটে কনুই মেরে লাল কার্ড দেখেন লুকাস হার্নান্দেস। তার ৪ মিনিট পর ওসমান দেম্বেলে এনে দেন পিএসজির দ্বিতীয় গোল। যা ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের সেমি নিশ্চিতের জন্য যথেষ্ট। 

প্রথমার্ধটা উপভোগ্য হলেও সেটা ছিল গোলশূন্য। আবার বায়ার্নের জন্য ছিল চোট ধাক্কার। মাঠ ছেড়ে যান জামাল মুসিয়ালা ও জোসেপ স্টানিসিক। শেষ দিকে স্টপেজ টাইমে বায়ার্ন ভেবেছিল একটি গোল শোধ দিতে পারছে তারা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও পরে ভিডিও রিভিউতে পাল্টেছেন সিদ্ধান্ত।    

সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের জয়ী দলের কেউ।