কোল পালমারের গোলে এগিয়ে ছিল চেলসি। পালমেইরাস গোল শোধ দিলে ম্যাচে উত্তেজনা বাড়ে। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ব্রাজিলিয়ানদের স্বপ্ন ভাঙে। ফ্লোরিডায় ২-১ গোলে কোয়ার্টার ফাইনাল জিতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি।
৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া পালমারের শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকান পালমেইরাস কিপার ওয়েভারটন। পালমেইরাস সুযোগ তৈরি করতে চেয়েছিল। নতুন মৌসুমে চেলসিতে যোগ দিতে যাওয়া এস্তেভাওয়ের প্রচেষ্টা ব্লক করেন কুকুরেল্লা।
১৬ মিনিটে বাইরে থেকে বল নিয়ে বক্সে ঢুকে জাল কাঁপান পালমার। তিন মিনিট পর প্রতিপক্ষের রক্ষণ থেকে ফেরা বল লক্ষ্যে রাখেন কুকুরেল্লা। ওয়েভারটন নিচু হয়ে তা দখলে নেন।
৩৩ মিনিটে এনকুনকুর শট বারের উপর দিয়ে যায়। কিছুক্ষণ পর পালমারের পাস গোলমুখের সামনে সতীর্থর কাছে যেতে দেয়নি পালমেইরাস ডিফেন্ডার। বিরতির আগে চেলসি কিপার সানচেজ প্রথম পরীক্ষা দেন। ভ্যান্ডারলেনের শট ডানে ডাইভ দিয়ে থামান।
বিরতি থেকে ফিরে গোল শোধ দেয় পালমেইরাস। এস্তেভাও ডান দিক দিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শট নেন লক্ষ্যে। ক্রসবারে বল লেগে জালে জড়ায়।
৫৩ মিনিটে স্কোর ১-১ হয়। চেলসি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮২ মিনিটে গুস্তোর ক্রস অগাস্তিন গিয়ের গায়ে লেগে জালে জায়গা খুঁজে নেয়। কিপার ওয়েভারটনের পায়ে আঘাত করলেও বল লক্ষ্যভ্রষ্ট হয়নি।
আগামী মঙ্গলবার সেমিফাইনালে চেলসি খেলবে ফ্লুমিনেন্সের বিপক্ষে।