মিয়ানমার থেকে নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ে মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে জায়গা করে নিয়ে দেশে পৌঁছেই আবার জমকালো সংবর্ধনা পেয়েছেন পিটার বাটলারের শিষ্যরা।
ইতিহাস গড়া নারী ফুটবল দলের জন্য এবার ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । সোমবার রাতে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, ক্রীড়া মন্ত্রণালয় অর্থ পুরস্কারের ঘোষণা দিলেও বাফুফে আগের দেড় কোটি টাকার বোনাস এখনও দিতে পারেনি। এমনকি মধ্যরাতে ক্লান্ত দলকে হাতিরঝিলে নিয়ে অভিনব সংবর্ধনা দিয়েও এ নিয়ে কিছু জানাতে পারেনি। শুধু মিষ্টি ও ফুল দিয়ে দায়িত্ব শেষ করেছে।
আগের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত বোনাস পাননি আফঈদারা। এশিয়ান কাপে জায়গা করে নিয়েও নতুন করে কোনও ঘোষণা আসেনি। অন্যদিকে ভারতের এশিয়ান কাপ নিশ্চিত হওয়ায় তাদের জন্য ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।