স্বাধীনতা কাপ ফুটবল শুরু হচ্ছে শুক্রবার

আইনি জটিলতার কারণে অবশেষে পিছিয়ে গেলো ফুটবল মৌসুমের সূচনা। কাল বুধবার থেকে মাঠে গড়ানোর কথা ছিল স্বাধীনতা কাপ ফুটবল। কিন্তু সোমবার শেখ জামালের করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে পিছিয়ে গেলো মৌসুমের ওয়ার্ম আপ টুর্নামেন্টটি। বাফুফে আজ এক সংবাদ সম্মেলনে বলেছে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। 
শেখ জামালের করা রিট পিটিশনের রায়ে আদালত এই নির্দেশনা দেন যে শেখ জামালের ৮জন খেলোয়াড় অন্য কোনও ক্লাবের হয়ে খেলতে পারবেন না। বাফুফে এই সমস্যা সমাধান করবে। এই ৮জনের ৫জনই চট্টগ্রাম আবাহনীর। যাদের খেলা ছিল প্রথম দিন।
এদিকে এ বিষয়টি ঘিরে নতুন বিপত্তি দেখা দিয়েছে। আর সেটি হলো শেখ রাসেল, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা ও ফেনী সকার বলছে, স্বাধীনতার মাসে স্বাধীনতা কাপ ফুটবল না করতে পারলে তারা এই টুর্নামেন্ট নাও খেলতে পারে।

/আরএম/এফআইআর/