মেসির গোলের ‘হাফসেঞ্চুরি’

মেসির গোলের ‘হাফসেঞ্চুরি’বিশ্বকাপ বাছাইয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার ভোরে বলিভিয়াকে ২-০ গোলে হারানো ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোলের হাফসেঞ্চুরি করেছেন লিওনেল মেসি। বলিভিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে নেওয়া গোলেই ৫০ গোলের মাইল ফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা।  
এর মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোলের রেকর্ড স্পর্শ করতে আর ৬ গোল দূরে রয়েছেন বার্সা ফরোয়ার্ড। ৫৬ গোল নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাবেক রোমা স্ট্রাইকার বাতিস্তুতা।
এ প্রসঙ্গে অবশ্য নিজের উচ্ছ্বাসটা গোপন রাখেননি মেসি। বলেছেন, ‘আমি ৫০ গোলের জন্য খুশি তবে এর থেকেও বেশিখুশি কারণ আমার দল জয় পেয়েছে।’
৫ বার ব্যালন ডি’ওর জেতা মেসি বর্তমানে বার্সার সর্বাধিক গোল স্কোরার।
আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল স্কোরার:
গ্যাব্রিয়েল বাতিস্তুতা: ৫৬
লিওনেল মেসি: ৫০
হারনান ক্রেসপো: ৩৫
ডিয়েগো ম্যারাডোনা: ৩৪
সার্জিও আগুয়েরো: ৩২
/এফআইআর/