কোপা আমেরিকায় খেলছেন না নেইমার!

নেইমারবার্সালোনার কাছ থেকে রিও অলিম্পিকে খেলার অনুমতি পেলেও কোপা আমেরিকায় দলের হয়ে অংশ নেয়ার অনুমতি মেলেনি ব্রাজিলের অধিনায়ক নেইমারের। ফলে শতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার বিশেষ আসরে নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল।

মে মাসে ক্লাব ফুটবলের মৌসুম শেষ। জুনে কোপা, আগস্টে অলিম্পিক ফুটবল। ওই মাসের শুরু হবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। ইনজুরি এড়ানে আগেই ঠিক করে রাখা হয়েছিল, কোপা কিংবা অলিম্পিকের যে কোনও একটিতে নেইমারকে খেলার অনুমতি দেবে বার্সা।

নেইমার আগেই কোপা আমেরিকায় খেলার অনুমতি নিয়ে রেখেছিল বার্সা। তবে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা দেশের মাঠে অনুষ্ঠেয় অলিম্পিকেই নেইমারকে চান। তাকে কোপার পরিবর্তে অলিম্পিকে খেলার অনুমতি দিতে বাড়তি আগ্রহ প্রকাশ করেন তিনি। তারই ফলশ্রুতিতে বার্সার পক্ষ থেকে অলিম্পিকে খেলার অনুমতি পেলেন নেইমার।

তবে নেইমারবিহীন ব্রাজিলের কোপা অভিযান একটু কঠিনই হবে। এমনিতেই গ্রুপ ‘বি’তে তাদের সঙ্গী ইকুয়েডর, যারা এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে। সঙ্গে গত দুবার কোপায় তৃতীয় হওয়া পেরুও আছে। গ্রুপের অন্য দলটি হাইতি।

/এমআর/