চলে গেলেন ফুটবল কিংবদন্তি মালদিনি

সিজারে মালদিনি না ফেরার দেশে চলে গেলেন এসি মিলান ও ইতালির সাবেক কোচ সিজারে মালদিনি। খেলোয়াড়ি জীবনে এসি মিলানের হয়ে চারটি সিরি আ শিরোপা জেতেন ডিফেন্ডার মালদিনি। ইতালির প্রথম ক্লাব হিসেবে ১৯৬৩ সালে ইউরোপিয়ান কাপ জয়ী মিলান দলের অধিনায়কও ছিলেন তিনি।

বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়েসে চলে গেলেন সিজারে। তার বিদায়ে শোকাহত বিশ্ব ফুটবল অঙ্গণ। মিলানের হয়ে ৪১২টি ম্যাচ খেলা মালদিনি খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে ঢোকেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন তিনি।

১৯৮২ সালের বিশ্বকাপ জেতা ইতালি দলের সহকারী কোচ ছিলেন মালদিনি। ১৬ বছর পর ফ্রান্সে হওয়া ১৯৯৮ বিশ্বকাপে দেশটির প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার ছেলে পাওলো মালদিনি ছিলেন অধিনায়ক। স্বাগতিক দলের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ইতালি।

/এমআর/