প্রিমিয়ার লিগ হকির সুপার সিক্স শুরু সোমবার

বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিকেএসপিশিরোপা প্রত্যাশী মেরিনার্স ও লড়াই করে ওপরে উঠে আসা বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলার মধ্য দিয়ে কাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির সুপার সিক্স পর্ব। দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ঊষা ও ওয়ান্ডারার্স।

মোট ১২টি দলের শীর্ষ ছয়টি নিয়ে শুরু হওয়া সুপার সিক্সে প্রথম পর্বের পয়েন্ট যোগ হবে। মোট পাঁচটি খেলার পর নির্ধারিত হবে শিরোপা। সুপার সিক্সের দ্বিতীয় দিন অর্থ্যাৎ মঙ্গলবার আবাহনী-মোহামেডানের ম্যাচে স্পষ্ট হয়ে যাবে অনেক সমীকরণ। দুই ঐতিহ্যবাহী দল আছে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে। উভয়েরই পয়েন্ট ২৬। বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ও ওয়ান্ডারার্স উভয়ের পয়েন্ট ১৫। এই দুটি দল আছে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। 

৩১ ও ২৮ পয়েন্ট শীর্ষে ও দ্বিতীয় অবস্থানে আছে ঊষা ও মেরিনার্স। মূলত এ চারটি দলের মধ্যেই হবে শিরোপা লড়াই। আগে তিন দলের মধ্যে সীমাবদ্ধ ছিল এটি। এ বছর মেরিনার্স শক্তিশালি দল গঠন করে এনেছে নতুন মাত্রা।
/এমআর/আরএম/