অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি শুরু ২৪ সেপ্টেম্বর

বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিকেএসপিআগামী ২৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে সাত জাতি এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। আয়োজক বাংলাদেশ ছাড়া অন্য দলগুলো হলো ভারত, পাকিস্তান, ওমান, চীন, হংকং ও চাইনিজ তাইপে। এর মধ্যে বাংলাদেশের পড়েছে গ্রুপ 'এ'-তে। এই গ্রুপে রয়েছে ওমান ও ভারত।

উদ্বোধনী দিন শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে ভারত। এরপর ২৭ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে খেলবে স্বাগতিক দল। হকির নিয়মানুযায়ী এরপর ক্লাসিফিকেশন ম্যাচ অর্থ্যাৎ গ্রুপের অবস্থান অনুযায়ী একটি দল আরকেটি দলের সঙ্গে খেলবে। পরে আবার একে অপরের সঙ্গে খেলবে স্থান নির্ধারণী ম্যাচগুলো। ৩০ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার উঠতি হকি তারকাদের এ আসর।

বাংলাদেশ দল গত দেড় মাস বিকেএসপিতে অভিজ্ঞ কোচ কাওসার আলি ও জাহিদ হোসেন রাজুর অধীনে নিবিড় অনুশীলন করছে।

/আরএম/এমআর/