শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিকেএসপিশ্রেয়তর টেকনিক ও ট্যাকটিসের সমন্বয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে ভারত। এই চির প্রতিদ্বন্দ্বী দলকে হারাতে রাখে মুখ্য ভূমিকা রাখেন শিভম আনন্দ, অধিনায়ক নিলম সন্দ্বীপ সেন ও দিলপ্রিত সিং।

এদিন পুরো খেলায় বল পজেশনের ওপরই বেশি নজর দেয় ভারত। পাকিস্তানের অলআউট অ্যাটাকের খেলাকে বাধাগ্রস্থ করে প্রতি মুহূর্তেই। আর যখনই সুযোগ পেয়েছে তখনই দ্রুতগতিতে আক্রমণ শাণিয়েছে। যার ফলে পাকিস্তান খেই হারিয়ে তাদের স্বাভাবিক খেলাটা আর খেলতে পারেনি।

ভারতের পক্ষে সাত মিনিটে ফিল্ড গোলটি করেন শিভম আনন্দ। এরপর পাকিস্তান জোর আক্রমণ চালিয়ে ২৫ ও ২৬ মিনিটে দুটি পেনাল্টি কর্নার আদায় করে নিলেও আমজাদ আলি তাতে গোল করতে পারেননি।

সেই ধারায় ৩২ মিনিটে ভারত নেয় দুই গোলের অগ্রগামিতা। এবার পেনাল্টি কর্নারে গোল করেন দিলপ্রীত সিং। ৩৯ মিনিটেও একটি পেনাল্টি পেয়েছিল ভারত কিন্তু নিলম সন্দ্বীপ সেনের করা পুশটি ঠেকিয়ে দেন পাকিস্তানি গোলরক্ষক। তবে সে ব্যর্থতা ৪৫ মিনিটে ঘুচিয়ে দেন অধিনায়ক নিলম, পেনাল্টি কর্নার থেকে করা তার তৃতীয় গোলে চালকের আসনে বসে যায় ভারত। ৬২ মিনিটে সান্ত্বনাসূচক গোলটি করে পাকিস্তান; আমজাদ আলির স্টিক থেকে আসে গোলটি। 

এই হারের ফলে কাল তাদের খেলতে হবে তাইপের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।  কাল সাড়ে বারোটায় খেলবে পাকস্তান ও তাইপে। আর বিকাল তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

/আরএম/এফআইআর/