ফিজি জয়কে মনোবল বাড়ানোর ‘টনিক’ মানছে বাংলাদেশ

ফিজির বিপক্ষে বাংলাদেশের খেলার একটি দৃশ্যফিজির বিপক্ষে ৫-১ গোলে জয়ের পরও খুব একটা স্বস্তি যে বাংলাদেশ পাচ্ছে, সেটা নয়। কাল সোমবার হকি ওয়ার্ল্ড লিগে বিরতির দিন। মঙ্গলবার বাংলাদেশের খেলা ওমানের বিপক্ষে। তার আগে ফিজির বিপক্ষে এ জয়কে শুধুই মনোবল বাড়ানোর টনিক হিসেবে দেখছেন কোচ অলিভার কার্টজ ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। 

এ ম্যাচে বাংলাদেশের অন্যতম দুর্বলতা ছিল পেনাল্টি কর্নারের সুযোগ নিতে না পারা। ১৩টি পেনাল্টি কর্নার পেয়েও মাত্র তিনটি গোল করেছে স্বাগতিকরা। ম্যাচের প্রথম দুই কোয়ার্টার অসংগঠিত থাকা ও ফরোয়ার্ডদের ফিনিশিংয়ে ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো। প্রথম দিকে মনে হয়েছে বাংলাদেশ পেনাল্টি কর্নার অর্জনেই বেশি মনোযাগী। পরে অবশ্য ফিল্ড গোলের দিকে মনোযোগ দিয়েই সাফল্য পায় বাংলাদেশ। এ ছাড়া পাওয়ার হিটে ফ্লিক করে গোল করার ব্যর্থতাও চোখ এড়িয়ে যায়নি। 

ম্যাচ শেষে বাংলাদেশের জার্মান কোচ কার্টজ বলেন, ‘দলের জয়টা ছিল জরুরি। দল জয়ী হয়েছে সেটিই গুরুত্বপূর্ণ। হ্যা, কিছু ব্যর্থতা আাছে। তবে সেটা আমলে নিতে চাই না আমি। মালয়েশিয়ার বিপক্ষে কৌশল ছিল ভিন্ন আর আজ ভিন্ন। আত্মবিশ্বাস বাড়াবে এই জয়।’

কার্টজ অবশ্য ফিজি গোলরক্ষক আইয়ার রিচার্ডের কথা উল্লেখ করতে ভোলেননি, ‘ফিজি গোলরক্ষক খুবই ভালো খেলেছে। নয়তো আরও চার পাঁচটি গোল হওয়া অস্বাভাবিক ছিল না। গোলের সুযোগগুলো কাজে লাগানোর ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে।’ 

জিমি ওমানকে নিয়ে বাড়তি কোনও চাপ নিতে নারাজ। অধিনায়ক বলেন, ‘আমরা ফিজিকে ওমানের চেয়ে কম গোলে হারিয়েছি। তাতে কিছু আসে যায় না, ওমানকে আমরা আমাদের স্বাভাবিক খেলা দিয়েই মোকাবিলা করব। আমাদের কাজ হবে ওমানের বিপক্ষে চাপমুক্ত খেলা। ওরা আমাদের চেনা প্রতিপক্ষ, আমরা ওমানকে হারাতে প্রত্যয়ী।’

/আরএম/এফএইচএম/