পাকিস্তানকে হারিয়ে গ্রুপসেরা ভারত

ভারতের গোলের উল্লাস, পাশে পাকিস্তানের এক বিমর্ষ খেলোয়াড়। ছবি-ফেসবুকভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনায় ঠাসা। এশিয়া কাপের সৌজন্যে ঢাকার মাঠে দীর্ঘ ৩২ বছর পর মুখোমুখি হয়েছিল হকির দুই পরাশক্তি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে ভারত। টানা তিন জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে অলিম্পিকের  ৮ বারের  চ্যাম্পিয়নরা।  

হেরে গেলেও ম্যাচে প্রথম সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু ১৫ মিনিটে পেনাল্টি কর্নার তারা কাজে লাগাতে পারেনি। দুই মিনিট পরই চিংলেনসানা কাংগুজামের জোরালো হিটে পরাস্ত হন পাকিস্তানের গোলরক্ষক মাজহার আব্বাস (১-০)। পরের মিনিটে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু উথাপ্পা সাননুভান্দার কোনাকুনি হিটে কানেক্ট করতে পারেননি বরুণ কুমার। এরপর ভারতের আরও দুটি আক্রমণ ব্যর্থ হয়।

তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পর পর দুই গোল করে ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে আসে ভারত। ৪৪ মিনিটে রমনদীপ সিংয়ের গোলের এক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন হারমানপ্রীত সিং।

তিন গোলে পিছিয়ে পড়া পাকিস্তান শেষ কোয়ার্টারে ভীষণ আক্রমণাত্মক ছিল। তবে কয়েকটি সুযোগ পেলেও একটির বেশি গোল পায়নি। ৪৮ মিনিটে আলী শানের রিভার্স হিটে কমে যায় ব্যবধান (১-৩)। পরের মিনিটে পেনাল্টি কর্নার নষ্ট করেছে পাকিস্তান। ৫২ মিনিটে মোহাম্মদ আতিক ভারতের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়ে হতাশ করেন দলকে। বাকি সময়ে পাকিস্তান আর ম্যাচে ফিরতে পারেনি।