‘ম্যাচের শেষ দিকে মানসিকভাবে ভেঙে পড়ছে খেলোয়াড়রা’

সংবাদ সম্মেলনে হতাশ কোচ মাহবুব হারুন ও টিম ম্যানেজার রফিকুল ইসলাম কামাল। ছবি-রবিউল ইসলামএকই ভুলের বৃত্তেই যেন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ হকি দল, ম্যাচের শেষ দিকে খেই হারিয়ে বড় ব্যবধানে হেরে যাচ্ছে। দলের এই দুর্বলতা নিয়ে কাজ করলেও কিছু করতে পারছেন না কোচ মাহবুব হারুন। সেজন্য তিনি হতাশ, ক্ষুব্ধ।

এশিয়া কাপে জাপানের বিপক্ষে পুরো ম্যাচে দুর্দান্ত লড়াই করলেও শেষ দিকে পর পর দুই গোল খেয়ে ৩-১ ব্যবধানে হেরে গেছে স্বাগতিক দল। খেলা শেষে সংবাদ সম্মেলনে বেদনাহত মাহবুব হারুনের উপলব্ধি, ‘ম্যাচের শেষ দিকে আমরা মোমেন্টাম ধরে রাখতে পারছি না। আমাদের খেলোয়াড়রা শেষ দিকে মানসিকভাবে ভেঙে পড়ে। এই জায়গায় আমরা অনেক চেষ্টা করেও উন্নতি করতে পারিনি। সব মিলিয়ে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই।’

আজ তৃতীয় কোয়ার্টারে কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে কোচের আক্ষেপ, ‘আসলে আমরা ম্যাচটা হেরে গেছি থার্ড কোয়ার্টারে। ওই সময়ে আমরা গোলের বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি। আর শেষ কোয়ার্টারে ওরা তো গোলের সুযোগ নেবেই। যে কারণে লাস্ট দুই মিনিটে দুটি গোল খেয়েছি।’

গ্রুপ পর্ব শেষে মাহবুব হারুন এখন স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে ভাবছেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিলাম। গ্রুপে তৃতীয় হলে অন্য গ্রুপের চতুর্থ দলের সঙ্গে খেলতে পারতাম। যাই হোক, এখন আমাদের স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে ভাবতে হবে। আমাদের পরবর্তী ম্যাচ ১৯ তারিখে। ওই ম্যাচ নিয়ে চিন্তা-ভাবনা করতে চাই।’

এশিয়া কাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের জন্য প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না পাওয়াকে দায়ী করলেন কোচ, ‘আমরা বেশ কয়েকটি দলের কাছে প্রস্তাব রেখেছিলাম, কিন্তু শক্তিশালী দলগুলো আমাদের সঙ্গে খেলতে চায়নি। বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলার কোনও বিকল্প নেই।’