হকির আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ঢাকার স্বীকৃতি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তৈয়ব ইকরাম (মাঝে) ৩২ বছর পর ঢাকায় এশিয়া কাপ হকির আয়োজন। এশিয়ার সেরা হকি টুর্নামেন্ট  নির্বিঘ্নে হতে পারবে কিনা, তা নিয়ে আয়োজকরা সংশয়ে ছিলেন কিছুটা। রবিবার ফাইনালের আগে এশিয়ান হকি ফেডারেশনের স্বীকৃতি তাদের আশ্বস্ত করবেই। ভবিষ্যতে ঢাকায় আরও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরাম।

শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাংলাদেশ হকি ফেডারেশনকে এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। টুর্নামেন্ট শুরুর আগে আমাকে এবং ফেডারেশনের অনেককেই আয়োজন নিয়ে নানা প্রশ্ন করা হয়েছিল। সব সংশয় দূর করে টুর্নামেন্ট এখন সফল সমাপ্তির দিকে।’

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের প্রশংসা করে তৈয়ব ইকরামের মন্তব্য, ‘এটা দারুণ একটা ভেন্যু। আন্তর্জাতিক পর্যায়ে পেশাদার ভেন্যুর তালিকায় এই স্টেডিয়াম এখন অন্যতম। ভবিষ্যতে যে কোনও আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্ট আয়োজনে সক্ষম মওলানা ভাসানী স্টেডিয়াম। এই স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থায় কোনও সমস্যা নেই। মুষলধারে বৃষ্টিতে সব টার্ফেই কিছুটা পানি জমে। বাংলাদেশে এই সময়ে এমন বৃষ্টি অপ্রত্যাশিত। সেজন্য কয়েকটি ম্যাচ একটু দেরিতে শুরু হয়েছে।’