জিমি-চয়নদের ফ্লাডলাইটে অনুশীলন

ফ্লাডলাইটে চলছে হকি দলের অনুশীলন। সৌজন্য ছবি ওমানে বসছে এশিয়ান গেমস বাছাই হকি প্রতিযোগিতা। ৮ মার্চ থেকে হতে যাওয়া এই আসরে থাকছে বাংলাদেশও। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কঠোর অনুশীলন করছেন জিমি-চয়নরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফ্লাডলাইটেও অনুশীলন করছে বাংলাদেশ।

এশিয়া কাপ হকিতে গত বছরের অক্টোবরে ফ্লাডলাইটে হালকা অনুশীলন করার সুযোগ পেয়েছিল মাহবুব হারুনের শিষ্যরা। এবার প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না ফেডারেশন। দিনের আলোর পাশাপাশি তাই ফ্লাডলাইটেও ঘাম ঝড়াচ্ছে বাংলাদেশ হকি দল।

ওমানে গিয়ে ফ্লাডলাইটে একাধিক ম্যাচ খেলতে হবে লাল-সবুজ দলকে। প্রস্তুতি ম্যাচে কাজাখস্থান ও গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল হবে ফ্লাডলাইটে। কৃত্রিম আলোয় অনুশীলন করা প্রসঙ্গে বৃহস্পতিবার জাতীয় দলের কোচ মাহবুব হারুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওমানে গিয়ে আমাদের ফ্লাডলাইটে খেলতে হবে। একাধিক ম্যাচ খেলতে হতে পারে। সেই জন্য ঢাকায় সব রকমের অনুশীলন হচ্ছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘টিম কম্বিনেশনের দিকে জোর দিচ্ছি। পেনাল্টি কর্নার সহ সব দিকেই জোর দেওয়া হচ্ছে, যেন কোনও ঘাটতি না থাকে। ওমানে গিয়ে প্রস্তুতি ম্যাচও খেলব। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’