কাজাখস্তানকে ৫ গোলে হারালো বাংলাদেশ

বাংলাদেশ হকি দলএশিয়ান গেমস বাছাই পর্ব খেলতে বাংলাদেশ দল এখন ওমানে। ৯ মার্চ থেকে জিমি-চয়নদের মিশন শুরু হবে। তার আগে বুধবার রাতে প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজরা। সেই ম্যাচে কাজাখস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে দল আরও উজ্জীবিত।

ওমানে ফ্লাডলাইটে হওয়া এই ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। এমনিতেই দুদলের শক্তির মধ্যে বিস্তর ফারাক। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৩০ নম্বরে, আর কাজাখস্তান রয়েছে ৮৬তে। এই পার্থক্যই ইঙ্গিত দিচ্ছিল একতরফা ম্যাচ হতে যাচ্ছে। হয়েছেও তাই। বাংলাদেশ দলের হয়ে হাসান যুবায়ের নিলয় সর্বোচ্চ দুটি গোল করেন। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, ফজলে রাব্বি ও খোরশেদের স্টিক থেকে এসেছে একটি করে গোল।

৯ মার্চ এশিয়ান গেমস বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ মার্চ হংকং ও ১৩ মার্চ গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।