‘একদিন হয়তো মশাল জ্বালিয়ে লিগ উদ্বোধন করতে হবে’

রাসেল মাহমুদ জিমি। ছবি: ফেসবুকআগামী ২৭ থেকে ২৯ মার্চ প্রিমিয়ার হকি লিগের দলবদল হওয়ার কথা। মোহামেডান, ঊষা, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং দলবদল পেছানোর পক্ষে। তারা ফেডারেশনকে চিঠিও দিয়ে রেখেছে। এমন অবস্থায় প্রিমিয়ার লিগের দলবদল আদৌ এই সময়ে হবে কিনা, সংশয় দেখা দিয়েছে।

জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি লিগ নিয়ে হতাশ হয়েই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘লিগ নিয়মিত হবে না, তা আমরা জানি। লিগ নিয়মিত হলে বরং আশ্চর্য হবো। লিগ হবে না, এটাই তো স্বাভাবিক। ওমান সহ সব জায়গায় লিগ হয়, শুধু বাংলাদেশে অনিয়মিত। কবে হবে কেউ জানে না। কয়েকদিন পর হয়তো অলিম্পিকের মতো হবে। চার বছর পর পর লিগ!’

ক্ষোভ আরও ঝরল তার কণ্ঠে, ‘বাংলাদেশের পরিস্থিতি এমনই। লিগ নিয়ে নানান ক্লাব নানান কিছু করবে। কেউ চিঠি দেবে। আসলে বাংলাদেশে সেই দিন আসবে হয়তো, যখন আমরা অলিম্পিক গেমসের মতো মশাল জ্বালিয়ে লিগ উদ্বোধন করব!’

ওমানে এশিয়ান কাপ বাছাই পর্ব নিয়ে এই তারকার ব্যাখ্যা, ‘আমি চেষ্টা করেছি সাধ্যমতো। আরও গোল করতে পারলে ভালো হতো। এখন সবসময় তো নিজের সেরাটা দেওয়া কঠিন হয়ে পড়ে। ইচ্ছা থাকলেও হয় না্। খারাপ সময় গেলে যা হয়। আরও ভালো খেলতে পারলে ভালো হতো।’

শুক্রবার ফেডারেশনের ওয়ার্কি কমিটির সভা আছে। সেখানে প্রিমিয়ার লিগের দলবদল নিয়ে নতুন করে ঘোষণা আসতে পারে।