মেরিনার্সে মিশরের দুই খেলোয়াড়

আশরাফ ও মোহসেনপ্রিমিয়ার হকি লিগে শক্তি বাড়াতে মিশর থেকে দুই খেলোয়াড় নিয়ে এসেছে মেরিনার ইয়াংস। বুধবারই অভিষেক হয়ে যেতে পারে তাদের। এদিন সোনালি ব্যাংকের বিপক্ষে ম্যাচ খেলবে মেরিনার্স।

মিশরের এই দুই খেলোয়াড় হলেন আশরাফ সাইদ আহমেদ মোহাম্মেদ গোমা ও আহমেদ মোহসেন আল সায়েদ বাদাই। মঙ্গলবার তারা ঢাকায় এসে পৌঁছান।

মিশরে জাতীয় দলে এই দুই খেলোয়াড়ই খেলেন মাঝমাঠে। ২০১৭ সালের জুলাইয়ে সবশেষ হকি লিগ রাউন্ডে খেলেছেন আশরাফ ও মোহসেন। গত ৭ বছর ধরে মিশরের হয়ে তারা ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন নিয়মিত। বাংলাদেশের হকি লিগে এবারই প্রথম কোনও মিশরীয় খেলোয়াড় নাম লিখল।

চলতি লিগে বিদেশি কোটায় মেরিনার্সের সঙ্গে খেলছেন মালয়েশিয়ার মোহাম্মদ জুলহাইরি বিন হাশিম ও ভারতের প্রামপ্রীত সিং। ১৮ মে যোগ দেওয়ার কথা দুই জার্মান খেলোয়াড়ের।

৬ ম্যাচ শেষে মেরিনার্স এবার ভালো অবস্থানে। সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। অবশ্য সমান খেলে একই পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় আবাহনী। যেখানে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে মোহামেডান (২১)।