হকির সহকারী কোচ শুভ

মওদুদুর রহমান শুভজাতীয় দলের সাবেক খেলোয়াড় মওদুদুর রহমান শুভ এবারই প্রথম কোচের দায়িত্ব পেয়েছেন প্রিমিয়ার হকি লিগে। আর প্রথমবারেই সাফল্য। কোচ হিসেবে তিনি মোহামেডানকে এনে দিয়েছেন দুটো গুরুত্বপূর্ণ জয়। আবাহনী ও মেরিনার্সের বিপক্ষে জয়ের পুরস্কারও পেলেন শুভ। এশিয়ান গেমসে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দেখা যাকে তাকে।

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি। তার সহকারী হিসেবে থাকবেন শুভ এবং আশিকুজ্জামান।

শনিবার হকি ফেডারেশনের কাছ থেকে এ সংক্রান্ত চিঠি পেয়ে শুভ অভিভূত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘কেন জানি মনে হচ্ছে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল। এত তাড়াতাড়ি এত কিছু পাবো চিন্তাও করিনি। প্রথমে মোহামেডানের দায়িত্ব পেলাম। এবার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

জাতীয় দলের সাবেক স্ট্রাইকারের লক্ষ্য, ‘আমার কোচিং ক্যারিয়ার শুরু বিকেএসপিতে। ভবিষ্যতে জাতীয় দলের প্রধান কোচ হতে চাই। তার আগে নিজেকে গড়ে তুলতে চাই, বিদেশি কোচের অধীনে শিখতে চাই। আমার লক্ষ্য, কোচিংয়ের ওপর যত বেশি সম্ভব ডিগ্রি নেওয়া।’

শুভর প্রশংসা করে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেছেন, ‘শুভ ক্লাব হকিতে ভালো করছে। প্রতিভা আছে বলেই তাকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নতুনদের সুযোগ দিতে চাই। নতুনরাই ভবিষ্যতে দেশের হকিকে কিছু দিতে পারবে।’