এবার আবাহনীর ‘শিকার’ মেরিনার্স

খেলা শেষে আবাহনীর জয় উদযাপনপ্রিমিয়ার হকি লিগের প্রথম পর্বে ধুঁকতে থাকা আবাহনীর সুপার ফাইভে দুর্দান্ত পারফরম্যান্স। আগের দিন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে জিতেছিল ৩-২ গোলে। এবার আকাশি-হলুদ দল হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাব বা মেরিনার্সকে। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুই শিরোপা প্রত্যাশীর লড়াইয়ের ফল ২-১।  প্রথম পর্বে মোহামেডান আর মেরিনার্সের কাছে হার মানা আবাহনী প্রতিশোধ নিয়েই শেষ করলো সুপার ফাইভ।

দিনের প্রথম ম্যাচে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে মোহামেডান ৬-০ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে। আবাহনী ও মোহামেডানের এখন সমান ৩৯ পয়েন্ট। আবাহনী অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে মোহামেডানের চেয়ে। ৩৬ পয়েন্ট নিয়ে এর পরেই আছে মেরিনার্স।

বৃহস্পতিবার সুপার ফাইভের শেষ ম্যাচে মেরিনার্সের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে মোহামেডান। আর মেরিনার্স জিতলে পয়েন্ট সমান হওয়ার কারণে প্লে-অফের লড়াইয়ে নামতে হবে তিন বড় দলকে।

হেরে গেলেও আবাহনীর বিপক্ষে ম্যাচের প্রথম গোল করেছে মেরিনার্স। বিরতির মিনিট দুয়েক আগে ফরহাদ আহমেদ শিটুলের গোল এগিয়ে দিয়েছে লিগ চ্যাম্পিয়নদের।

তবে দ্বিতীয়ার্ধে আবাহনীর আক্রমণাত্মক খেলার সঙ্গে মেরিনার্স পেরে ওঠেনি। ৪৪ মিনিটে সমতা এসেছে ম্যাচে। সারোয়ার হোসেনের পাস থেকে লক্ষ্যভেদ করেছেন তরুণ মিডফিল্ডার রোমান সরকার।

৫১ মিনিটে আবাহনীর জয়সূচক গোলটির জন্ম পেনাল্টি স্ট্রোক থেকে। সারোয়ার হোসেনকে আটকাতে গিয়ে মেরিনার্সের গোলকিপার অসীম গোপ ফাউল করলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। ডিফেন্ডার আশরাফুল ইসলাম সুযোগের সদ্ব্যবহার করে তিন পয়েন্ট এনে দিয়েছেন দলকে।