ভারতে প্রথম ম্যাচেই পরাস্ত হকি দল

ভারত সফরে যাওয়া বাংলাদেশ হকি দলআগামী আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে জাতীয় হকি দল এখন ভারতে। তবে বেঙ্গালুরুতে প্রথম ম্যাচ ভালো কাটেনি জিমি-চয়নদের। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছে বাংলাদেশ হার মেনেছে ৪-০ গোলে।

দুই অর্ধে নয়, চার কোয়ার্টারে হয়েছে ম্যাচটি। গোল চারটি হয়েছে ৪, ১৭, ৩৮ ও ৪১ মিনিটে। শেষ কোয়ার্টারে প্রতিরোধ গড়ে নিজেদের জালে বল ঢুকতে দেয়নি লাল-সবুজের দল।

খেলা শেষে হোয়াটস অ্যাপে যোগাযোগ করা হলে বাংলাদেশের সহকারী কোচ মওদুদুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ পরিকল্পনা অনুযায়ী ডিফেন্স ও আক্রমণভাগ ঠিক রেখে দল খেলেছে। কিন্তু কয়েকজন খেলোয়াড়ের ভুলের কারণে গোলগুলো হজম করতে হয়েছে। আমাদের পাসিং এবং বল রিসিভিংয়ে অবশ্য উন্নতি হয়েছে। তবে আরও উন্নতি করতে হবে।’

শনিবার ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।