মাঠের খেলা ঠিক রেখেই তাদের এইচএসসিতে সাফল্য

পাস করা পাঁচ হকি খেলোয়াড়জাতীয় হকি দলের বিভিন্ন বিভাগে খেলে থাকেন তারা। খেলার পাশাপাশি বিকেএসপির এই পাঁচ তরুণ লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন। সেখান থেকেই আজ (বৃহস্পতিবার) তারা পেলেন সুখবর। এইচএসসিতে সাফল্যের সঙ্গে পাস করেছেন পাঁচজনের সবাই।

তারা হলেন জাতীয় মূল দলের খেলোয়াড় আরশাদ হোসেন, অনূর্ধ্ব-১৮ দলের সারোয়ার মার্শেদ শাওন, মোহাম্মদ মেহেদী, রাজিব দাশ ও শফিউল আলম শিশির। আরশাদ ও মেহেদী পেয়েছেন ‘বি’ গ্রেড। বাকি তিনজন ‘এ’ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

খেলার মাঠ থেকে রেজাল্টের খবর পেয়ে আরশাদ বেশ উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে এই উদীয়মান তারকা বলেছেন, ‘পরীক্ষার সময় প্রিমিয়ার হকি লিগ চলছিল। অনেক কষ্ট করতে হয়েছে। খেলে এসে পড়তে হয়েছে। আবার পরীক্ষা দিয়ে মাঠে নামতে হয়েছে। তারপরও পাস করতে পেরে অনেক খুশি।’

খেলার মধ্যে থেকে কীভাবে পড়ালেখা চালিয়ে গেছেন, সেই কষ্টটাও বের হয়ে এসেছে তার পরের কথায়, ‘দিনে পরীক্ষা দিয়েছি, আর বিকেলে নামতে হয়েছে মাঠে। এভাবে পড়ালেখা চালিয়েই পাস করেছি।’