মেয়েদের জাতীয় হকি শুরু মঙ্গলবার

মেয়েদের হকি দলের জার্সি উন্মোচনমেয়েদের জাতীয় হকির চতুর্থ আসর শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। দুই গ্রুপে ৭টি বিভাগীয় দল খেলবে এবারের প্রতিযোগিতায়।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৭ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল হবে ১ অক্টোবর।

‘ক’ গ্রুপে আছে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের। আর ‘খ’ গ্রুপে জায়গা হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৬০ হাজার টাকার প্রাইজমানি, আর রানার্সআপ দল পাবে ৪০ হাজার টাকা। এছাড়াও সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার জন্যও থাকছে প্রাইজমানি, ক্রেস্ট ও হোম অ্যাপ্লায়েন্স।